ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ, এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সঙ্গীতশিল্পীর দেহ 

সঙ্গীতশিল্পী কে কে’র ময়না তদন্তের প্রক্রিয়া শেষ হয়েছে। এসএসকেএম সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, হাসপাতালে শিল্পীর পরিবারের লোকজন উপস্থিত রয়েছেন। এসএসকেএম থেকে মরদেহ দমদম বিমান বন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সেখানে রাজ্যের তরফে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকতে পারেন। জানা গিয়েছে, বাঁকুড়ার জনসভা শেষ করে মুখ্যমন্ত্রী সরাসরি এয়ারপোর্টে এসে পৌঁছবেন। 

খবরটা এখনও যেন বিশ্বাস করতে পারছেন না সঙ্গীত প্রেমীরা। কে কে মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরে শোকের ছায়া নেমে আসে তাঁর অনুরাগীদের মধ্যে। নেট পাড়া কার্যত ভরে যায় শিল্পীর স্মৃতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের তাবড় তাবড় রাজনীতিক থেকে শুরু করে খেলার দুনিয়ার সকলে কেকে’কে শ্রদ্ধা জানিয়েছেন। মাত্র ৫৩ বছর বয়েসেই না ফেরার দেশে পাড়ি দিলেন কেকে। সুরের শহর কলকাতার নজরুল মঞ্চই শেষ অনুষ্ঠান করে গেলেন গানওয়ালা।  

Comments are closed.