মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য। ১৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন ইউটিউবার রোদ্দুর রায়। বৃহস্পতিবার ইউটিউবার রোদ্দুর রায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় এদিন। আদালতের শুনানির সময় বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবীরা। রোদ্দুর রায়ের আইনজীবী দাবি তোলেন ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। অপরদিকে, সরকারি আইনজীবীর বক্তব্য, বাকস্বাধীনতার নামে কুরুচিকর কথা বলা যায় না যাতে অন্য কাউকে আঘাত করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ও কলকাতা পুলিশের সম্পর্কে গালিগালাজ করেন ইউটিউবার রোদ্দুর রায়। সোশ্যাল মিডিয়ায় এই ধরণের মন্তব্যের জন্য মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বুধবার রাতে তাঁকে ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতা নিয়ে আসে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে মহিলাদের অসম্মান, অশান্তিতে উস্কানি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে একাধিক মামলা করা হয়। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।
Comments are closed.