৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার আর হবে না রাজ্যে। চলতি বছরের জুলাই মাস থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। রাজ্যের মোট ১ হাজার ২৬টি প্লাস্টিক উৎপাদনকারী সংস্থাকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়ে দিয়েছিল, ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করলে জরিমানা হিসেবে বিক্রেতাকে ৫০০ টাকা এবং ক্রেতাকে ৫০ টাকা করে জরিমানা দিতে হবে। মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি, ১ জুলাই থেকে এক বার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক বা তা দিয়ে তৈরি কাপ-প্লেট, কাঁটা-চামচ, মিষ্টি বা সিগারেটের প্যাকেট ঘেরা অংশ-সহ পলিস্টাইরিন, এক্সপ্যান্ডেড পলিস্টাইরিনের আমদানি, মজুত, বিতরণ, বিক্রয় ও ব্যবহার সব নিষিদ্ধ। কিন্তু এরপরেও দেখা যায় রমরমিয়ে চলছিল ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার। এ বার আরও কড়া হল রাজ্য সরকার।
প্লাস্টিক ব্যবহারের ফলে দেশ জুড়েই দূষণ বেড়েই চলেছে। পরিবেশ মন্ত্রক জানায়, দেশ জুড়ে প্রায় ৪০ শতাংশ প্লাস্টিক গলে যায়না। ওই বর্জ্য পুড়িয়ে নষ্ট করতে গেলে বায়ুদূষণের মাত্রা বাড়ে।
Comments are closed.