এবার সব বিষয়ে রিভিউ করতে পারবে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। জানানো হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আগে কেবলমাত্র ২ ট বিষয়ে রিভিউ ও স্ক্রুটিনি করতে পারত পরীক্ষার্থীরা।
১০ জুন উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে, অকৃতকার্য পরীক্ষার্থীরা জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। পাশ করানোর দাবিতে বিক্ষোভ চলছে জেলায় জেলায়। এরপর উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, অকৃতকার্য পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় ৮০ হাজারের কাছাকাছি। এবারের ফলাফল খুবই ভালো হয়েছে। প্রথম দশে আছে ২৭২ জন। কিন্তু একটা পরীক্ষায় পাশ, ফেল তো থাকবেই। কোনও অভিযোগ থাকলে, স্ক্রুটিনি ও রিভিউ করতে পারেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন করার শেষ তারিখ ৫ জুলাই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট www.wbchse.nic.in এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।
তবে রিভিউ এবং স্ক্রুটিনির সঙ্গে আরটিআই করা যাবে না। এতে ফলপ্রকাশ আরও দেরি হতে পারে। স্ক্রুটিনি এবং রিভিউ করার পর যদি ছাত্র-ছাত্রীদের ফল নিয়ে অসন্তোষ থাকে, তবে আরটিআই করা যাবে। আরটিআইয়ে উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা।
Comments are closed.