শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে CBI, ৪ ঘন্টা পরেও চলছে তল্লাশি  

SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তিপ্রসাদ সিনহার বাড়িয়ে পৌঁছে গেল সিবিআই। বৃহস্পতিবার সকাল সকালই তাঁর সার্ভে পার্কের ফ্ল্যাটে পৌঁছে যান ৫ জন সিবিআই অফিসার। দলে মহিলা অফিসারও রয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪ ঘন্টা কেটে গেলেও এখনও শান্তিপ্রাসাদের বাড়িতেই রয়েছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, শান্তিপ্রসাদের কোথায় কত সম্পত্তি রয়েছে তার হদিস পেতে চাইছে সিবিআই। তাঁর বাড়ির লোককেও জেরা করা হচ্ছে বলে খবর। সেই সঙ্গে ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। 

এসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। এর আগে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বেশ কয়েকবার তাঁকে  নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সম্পত্তির হিসাবও চাওয়া হয়েছিল বলে খবর। আয়ের সঙ্গে সম্পত্তি সঙ্গতিপূর্ণ কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শান্তিপ্রাসাদের পাশপাশি উপদেষ্টা কমিটির বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁদের বাড়িতেও সিবিআই হানা দিতে পারে বলে সূত্রের খবর। 

প্রসঙ্গত, সম্প্রতি এসএসসি নিয়োগ মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সিবিআই আদৌ কিছু করতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি। আর তাঁর এই মন্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সিবিআইয়ের এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাও অনেকে মনে করেছে। 

Comments are closed.