আমতার ছাত্রনেতা আনিস খান হত্যা মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই, রাজ্যের গঠিত বিশেষ তদন্তকরি দল (সিট্)-এই তদন্ত করবে। মঙ্গলবার রায় দিল বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। সেই সঙ্গে সিট্-কে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করার নির্দেশ দিয়েছেন জাস্টিস মান্থা। যদিও মৃত ছাত্র নেতার পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে। আনিস খানের বাবা সালেম খান জানান, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন।
কয়েক মাস আগে আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আনিসের পরিবারের অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁদের বাড়ি আসে। তারপরই রহস্যজনকভাবে মৃত্যু হয় আনিসের। এই ঘটনায় শুরু থেকেই আমতা থানার ভূমিকা নিয়ে আনিসের পরিবার অভিযোগ জানিয়ে এসেছে। এর মধ্যেই ছাত্র নেতার মৃত্যুর তদন্তে সিট্ গঠন করে রাজ্য সরকার। এই ঘটনায় এখনও আমতার থানার এএসআই, কনস্টেবল সহ তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
ছাত্র নেতার মৃত্যুর তদন্তে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় আনিসের পরিবার। শুরুর দিন থেকেই আনিসের পরিবার সিটের তদন্তে অনাস্থা জানিয়ে এসেছে। মামলার শুনানি শেষ হলেও, রায় দান স্থগিত রেখেছিল বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার রায় দানের দিনক্ষণ আগেই ঠিক ছিল। এদিন সেই মতো এই মামলার রায়ে জাস্টিস মান্থা রাজ্যের তৈরি সিটের ওপরেই আস্থা রেখেছেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আনিসের পরিবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কিনা এখন সেটাই দেখার
Comments are closed.