বাংলার নাম উজ্জ্বল করল এই কিশোর, ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম সম্রাটের
দেশের কাছে বাংলার মুখ ফের উজ্জ্বল করল এক কিশোর। মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা সম্রাট কর। সবথেকে ক্ষুদ্রতম গ্রিটিংসকার্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সম্রাট। তাঁর বানানো গ্রিটিংস কার্ডের মাপ লম্বায় মাত্র ২ সেন্টিমিটার। আর চওড়ায় মাত্র দেড় সেন্টিমিটার। ক্ষুদ্র এই কার্ডে রয়েছে ৩ টি স্তর। আর ৩ টি স্তরে আলাদা আলাদা ছবি আঁকা। গ্রিটিংস কার্ডের প্রথম পাতায় ভারতের জাতীয় পতাকার ছবি আঁকে। সেখানে লেখা আই লাভ মাই ইন্ডিয়া। দ্বিতীয় পাতায় অশোক স্তম্ভের ছবি। আর তৃতীয় পাতায় আছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি।
সদ্য মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে সম্রাট। ৪৫১ পেয়েছে সে। ছোট থেকেই ভালো ছবি আঁকত সম্রাট। তাঁর এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। পরিবারের তরহফে জানা গিয়েছে,ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নিলেই পুরস্কার তাঁর প্রাপ্য হবেই। এইভাবে রাজ্য ও জেলাস্তরে একাধিক পুরস্কার রয়েছে সম্রাটের ঝুলিতে। গত ১১ মে এই গ্রিটিংস কার্ড গ্রহণ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। অবশেষে সম্রাটের গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে শংসাপত্র, মেডেল ও পেন। খড়গ্রামের বাসিন্দা সম্রাট খড়গ্রাম হাইস্কুলের ছাত্র। কলাবিভাগের মাধ্যমিক উত্তীর্ণ এই ছাত্রের বাবা মলয় চন্দ্র কর পেশায় কৃষক আর মা সোনালি কর গৃহবধূ। বাড়িতে আছে ছোট্ট বোন। তাঁর এই কৃতিত্বে খুশি পরিবারের সদস্যরা। এলাকাবাসী। এলাকাবাসীদের কথায় খড়্গ্রামের মান উজ্জ্বল করেছে সম্রাট। তাঁকে দেখে অনুপ্রাণিত হবে বাকি ছাত্র-ছাত্রীরা।
Comments are closed.