আসানসোলে মুখ্যমন্ত্রীর সভার আগেই আলো ঢুকল গ্রামে, স্বাধীনতার পর প্রথম বিদ্যুৎ পেল গ্রামবাসীরা

স্বাধীনতার পেরিয়ে গিয়েছে ৭৫ বছর। কিন্তু এতদিন অন্ধকারী ছিল এই এলাকার বাসিন্দারা। অবশেষে সোমবার সেখানে পৌঁছালো বিদ্যুৎ। খুশি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার আসানসোলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। এর আগে আসানসোলা দক্ষিণ বিধানসভা এলাকার নামো জামাডোবা গ্রামের মানুষ বাড়িতে আলো পেলেন।

এদিন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ পরিষেবা চালু করেন। এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বাম আমলে গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ে বারবার নেতা মন্ত্রীদের বলা হলেও কেউ কর্ণপাত করেননি। এরপর তৃণমূল সরকার ক্ষমতায় এসেই গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগী হয়। এই কেন্দ্রের বিধায়ক হন তাপস ব্যানার্জি। বিধায়ক থাকাকালীন তিনি গ্রামে বিদ্যুৎ আনার জন্য উদ্যোগী হন। শুরু হয় গ্রামে জায়গায় জায়গায় বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলররাও উঠেপড়ে লাগে। অবশেষে সোমবার বিদ্যুৎ পেল নামো জামাডোবা গ্রামের মানুষ।

বিদ্যুৎ পরিষেবা আসার পর গ্রামবাসীরা জানান, এদিন ঘরে আলো না থাকার জন্য পড়াশোনার ক্ষতি হত। তবে এই নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের কথায়, তিনি চেষ্টা করে গ্রাম বিদ্যুৎ এনেছেন। কিন্তু গ্রামবাসীদের কথায় তাঁদের মিথ্যে বোঝানো হচ্ছে। তাপস ব্যানার্জি বিধায়ক থাকাকালীন গ্রামে বিদ্যুৎ আনয়ে উদ্যোগী হয়েছিলেন।

Comments are closed.