“১৭ হাজার শিক্ষকের চাকরি রয়েছে, কিন্তু আদালত অনুমতি না দিলে কিছু করতে পারবো না” নিয়োগ মামলা নিয়ে মন্তব্য মমতার 

বেশ কয়েকমাস ধরেই হাইকোর্টে শিক্ষক নিয়োগ মামলা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে রাজ্য। এই অবস্থায় শিক্ষক নিয়োগ মামলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আসানসোলের জনসভা থেকে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আদালতে মামলা চলার কারণেই নিয়োগে এত সময় লাগছে। ১৭ হাজার শূন্যপদ খালি থাকলেও আদালতের অনুমতি না পাওয়ায় নিয়োগ করা যাচ্ছে না। সেই সঙ্গে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এদিন মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন একদল চাকরি প্রার্থী পোস্টার হাতে তাঁর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। সেই সময় তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, পুরো ব্যাপারটাই আদালতের বিচারাধীন। আমি খোঁজ নিয়ে দেখেছি ১৭ হাজার শূন্যপদ রয়েছে। কিন্তু আদালত অনুমতি না দিলে নিয়োগ করা সম্ভব নয়। তারপরেই সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে একহাত নেন তিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, বিকাশ বাবুরা একের পর এক মামলা করেছেন। যার ফলে আদালতে মামলা চলায় নিয়োগ করা যাচ্ছে না। তারপরেই তাঁর কটাক্ষ, ওনার তো টাকার অভাব নেই। বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনারাই আমাদের চাকরি বন্ধ করেছেন। আপনারই চালু করবেন। 

পাশপাশি মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে বললেন, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। কিন্তু আদালত অনুমতি না দিলে কিছু করতে পারবো না। 

 

Comments are closed.