একসঙ্গে ১৭ টি বহুজাতিক সংস্থায় চাকরির অফার, বাংলার নাম উজ্জ্বল করলেন এই বাঙালি ছাত্র

ভাল পড়াশোনা করলে ভালোমানের চাকরিও মেলে, এর প্রমাণ দিলেন বাংলার এক যুবক। করোনার পর যেখানে দেশজুড়ে চাকরির অমিল। সেখানে বাংলার এই মেধাবী একসঙ্গে ১৭ টি বহুজাতিক সংস্থার জব অফার পেলেন। মধ্যে রয়েছে Wipro, TCS, Infosys, Accenture, DeltaX এর মতন সংস্থাও। এরমধ্যে অরিজিৎ বেছে নিয়েছেন DeltaX কোম্পানিকে।

চুঁচুড়া হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র অরিজিৎ রায়। হাওড়ার বালি ঘোষপাড়া এলাকার বাসিন্দা অরিজিৎ। পড়াশোনা শেষ করতেই তিনি পেয়েছেন ১৭ টি বহুজাতিক সংস্থার চাকরি। ছাত্রের সাফল্যে খুশি কলেজের অধ্যাপকরা। কলেজের অধ্যক্ষের মতে করোনা কালে জোর দেওয়া হয়েছিল অনলাইন ক্লাসে। আর অরিজিতের কঠীন অধ্যাবসার ফলেই এই সাফল্য এসেছে। করোনা অতিমারীর ফলে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সেইভাবে ক্যাম্পাসিংয়ের আয়োজন করতে পারেনি। আবার বহু সংস্থায় করোনায় কর্মী ছাঁটাই হয়েছে। ফলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে কর্মীর অভাব দেখা দিয়েছে।

উল্লেখ্য, দেশজুড়ে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। এরমধ্যেও আশা জাগাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির বিশাখ মন্ডল কিংবা চুঁচুড়ার হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের ছাত্র অরিজিৎ রায়। জুন মাসেই জানা গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশাখ মন্ডল ফেসবুকের চাকরি পেয়েছেন। ফেসবুকে তাঁর বার্ষিক বেতনের প্যাকেজ ১ কোটি ৮০ লক্ষ টাকা। আগামী সেপ্টেম্বর থেকে ফেসবুকের সঙ্গে কাজ করবেন বিশাখ। এই চাকরির আগে বিশাখ গুগল, অ্যামাজন থেকেও অফার পান। কিন্তু ফেসবুকে বেতনের অফার বেশি হওয়ায় তিনি সেখানে যোগ দেবেন। সেপ্টেম্বরেই লন্ডন যাবেন বিশাখ। এরপর সেই তালিকায় যোগ হল অরিজিতের নাম।

Comments are closed.