রাজ্যের পড়ুয়ারা মেধায় সেরা। IAS- IPS থেকে WBCS-এর মতো চাকরিগুলোতে রাজ্যের ছেলে মেয়েরা আরও বেশি করে অংশগ্রহণ করুক। এ নিয়ে আগেও নিজের ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান থেকে সিভিল সার্ভিস পরক্ষায় প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উদ্যোগে প্রতিটি জেলায় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ট্রেনিং সেন্টার খোলা হচ্ছে। এই উদ্যোগের জেরে প্রত্যন্ত অঞ্চলেরও চাকরি প্রার্থীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জেলায় জেলায় IAS-IPS, WBCS-WBPS প্রয়োজন। বাংলার পড়ুয়াদের মেধা রয়েছে। তাঁদের সঠিক প্রশিক্ষণের প্রয়োজনে। সে কারণেই এই সিদ্ধান্ত। এর পাশপাশি চাকরি নিয়েও এদিন বেশ কয়েকটি ঘোষণা করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, রাজ্যে ৩০ হাজার কর্ম সংস্থান রয়েছে। যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন, তাঁদের হাতে যে কোনও দিন নিয়োগপত্র তুলে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন, মাটির সৃষ্টি প্রকল্পেও বহু কর্মসংস্থান তৈরি হয়েছে। পাশপাশি ১০০ দিনের প্রকল্পে বকেয়া না মেটানো নিয়ে কেন্দ্রকেও খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.