পাহাড়ে ফের জন সংযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বুধবার সকালে পাহাড়ের রাস্তায় ঘুরতে বেরোন মমতা ব্যানার্জি। কথা বলেন পর্যটকদের সঙ্গে। কোলে তুলে নেন শিশুদের। তাঁদের মধ্যে বিলিয়ে দেন চকোলেট। শিশুদেরকে কোলে নিয়ে আদরও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
মঙ্গলবারও দার্জিলিংয়ে একটি কফি হাউসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই কফি হাউসের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যায়। পাশেই ছিলেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী সাহেব চ্যাটার্জি। মান্না দের ‘কফি হাউসের আড্ডা টা আর নেই’ গানের লাইন তুলে ধরে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। এরপর পাহাড়ে ফুচকা বানাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই ছবিও ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরাও। এরপর বুধবারও সকালে প্রাতঃভ্রমণে বের হন মুখ্যমন্ত্রী। খুদেদের কোলে নিয়ে আদর করার পাশাপাশি হাতে চকোলেট তুলে দেন। সাধারণ মানুষের আবদার রেখে ছবিও তোলেন। সবজির দোকানে গিয়ে দাম জিজ্ঞেসা করেন।
মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে খুশি পাহাড়ের মানুষ। তাঁকে দেখে ভিড় জমান সাধারণ মানুষ। সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
Comments are closed.