তৃণমূলের ২১ জুলাই এবং বৃষ্টি কার্যত সমার্থক। প্রায় প্রত্যেক বছরই ২১ জুলাইয়ের সমাবেশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বেলা ১ নাগাদ তৃণমূল নেত্রী যখন মঞ্চে উঠছেন সদ্য বৃষ্টি থেমেছে। আর বৃষ্টির প্রসঙ্গ টেনে বক্তৃতার শুরুতেই গেরুয়া শিবিরকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। বলেন, “মানুষের বৃষ্টিই ২৪-এ বিজেপিকে ভাসাবে।”
প্রায় দু’বছর পর ২১ জুলাইয়ের সভা হচ্ছে পুরোনো জায়গায়। যা নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উত্তেজনা ছিল অন্য মাত্রায়। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত গোটা শহর ভরে গিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকে। আর সভামঞ্চ থেকে সেই বিপুল জনসমাগমকে দেখিয়ে মমতা ব্যানার্জির আক্রমণ, “মানুষের বৃষ্টি ২৪-এ বিজেপিকে ভাসাবে”। সেই সঙ্গে প্রত্যাশা মতোই এদিন ২১ মঞ্চ থেকে ২৪-এর লড়াইয়ের সুর বেঁধে দেন তৃণমূল নেত্রী। কর্মীদের উদ্যেশ্যে তৃণমূল নেত্রীর গলায় নতুন স্লোগান, “২৪-এ বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো”।
এদিন একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণের পাশপাশি তৃণমূল নেত্রী দাবি করেন, “২৪ নির্বাচিনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। আর বিজেপি এক সরকার গড়তে না পারলেও বিরোধীরা একত্রিত হবে। মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা, ” ২০২৪-নির্বাচন ইলেকশন নয়, রিজেকশনের নির্বাচন” ২৪-এর নির্বাচনে বিজেপিকে ‘রিজেক্ট’ করবে মানুষ।
বিজেপিকে আক্রমণের পাশপাশি তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যেও আগামী দিনের লক্ষ্য নির্দিষ্ট করে দেন দলনেত্রী। বলেন, “২৪-এর লোকসভা নির্বাচনে বাংলার সব আসন জিততে হবে। আর শুধু বাংলাতেই নয়, রাজ্যের বাইরেও আসাম, ত্রিপুরা, মেঘালয়ে লোকসভা ভোটে জিততে হবে” কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহবান, “গ্রাম বাংলায় স্লোগান তুলুন, বিজেপি হঠাও, দেশ বাঁচাও”।
Comments are closed.