এবার লোকাল ট্রেনে TV দেখবেন যাত্রীরা, আয় বাড়বে রেলেরও; আজ থেকে শুরু পরিষেবা 

আজ অর্থাৎ সোমবার থেকে লোকাল ট্রেনে সফর করার সময় টিভিও দেখতে পারবেন যাত্রীরা। যাত্রীদের বিনোদনের জন্য বিশেষ পরিষেবা চালু করল পূর্ব রেল। তবে মজার বিষয়, যাত্রীদের বিনোদনের পাশপাশি ট্রেনে টিভি পরিষেবা শুরু করে রেলেরও আয় বাড়বে। এমনটাই দাবি করছেন পূর্ব রেলের কর্তারা। 

সোমবার হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে প্রথম এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এদিন ১১.৫০-এর ব্যান্ডেল লোকালে প্রথম এই পরিষেবার সূচনা হয়। পূর্ব রেল সূত্রে খবর, প্রথম হাওড়া-বর্ধমান শাখায় শুরু করা হলেও, ধীরে ধীরে সব শাখাতেই এই পরিষেবা চালু করা হবে। 

পূর্ব রেলে এক আধিকারিক জানান, আপাতত ৫০ টি লোকাল ট্রেনে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। এরপর ধীরে ধীরে আরও বাড়ানো হবে। ট্রেনের প্রতিটি কামরায় ৪ টি করে ২৪ ইঞ্চির এলইডি টিভি লাগানো হবে। একটি ট্রেনে প্রায় ৪৮ টি টিভি লাগানোর কথা। 

রেলের তরফে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থাকে ৫ বছরের জন্য এই কাজের বরাদ্দ দেওয়া হয়েছে। এর থেকে রেলের রোজগার হবে বছরে প্রায় ৫০ লক্ষ টাকা। অর্থাৎ ৫ বছরে আড়াই কোটি। টিভি দেখতে ভালো বসেন, এমন যাত্রীদের প্রশ্ন, টিভি তো বসলো, কিন্তু তাতে কী দেখানো হবে? এর উত্তরে জানা গিয়েছে, বেশিরভাগ সময় নানান বিনোদন মূলক অনুষ্ঠান দেখানো হবে টিভিগুলোতে। তবে মাঝে মাঝে থাকবে রেলের তথ্য সংক্রান্ত ঘোষণা। 

Comments are closed.