দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন মেট্রো স্টেশনে। দরকার একটু চা বা কফি। এবার এই ভাবনা শুরু করেছে মেট্রো। মেট্রো স্টেশনে দাঁড়িয়েই গলা ভিজিয়ে নিতে পারবেন চা বা কফিতে। নতুন এই পরিকল্পনা করছে মেট্রো। তবে এই প্রকল্প খুব শীঘ্র চালু হচ্ছে উত্তর-দক্ষিণ মেট্রোতে। এখনই চালু হচ্ছে না ইস্ট-ওয়েস্ট মেট্রোতে।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এবার থেকে ষ্টেশনের ভেতরেই খুলে যাবে চা, কফির দোকান। ময়দান মেট্রো স্টেশনে প্রথম শুরু হবে এই প্রকল্পের। এরপর বাকি মেট্রো স্টেশনগুলিতে চালু হবে এই প্রকল্প। এরপর ধীরে ধীরে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের জন্য শুরু হবে এই প্রকল্প।
মেট্রো রেল সূত্রে আরও জানা গিয়েছে, এমন জায়গায় দোকান খোলা হবে, যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়। চা, কফির সঙ্গে হালকা খাবারও পাওয়া যাবে। ভালো লাগ্লে বাড়িতে প্যাক করে নয়ে যাওয়ার সুবিধাও রাখা হচ্ছে। এই প্রকল্প চালু হলে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, অন্যদিকে লাভের মুখ দেখবে মেট্রো।
Comments are closed.