ফের মেট্রো বিভ্রাট। দমদম ও নোয়াপাড়া স্টেশনের মধ্যে সিগন্যাল বিভ্রাট। দীর্ঘক্ষণ বন্ধ থাকলো দমদম-দক্ষিণেশ্বর মেট্রো চলাচল। প্রায় ১ ঘন্টা বন্ধ থাকল দমদম-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা। মঙ্গলবার বেলা ১২.৪০ থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। দুপুর ১টা ১৭ মিনিটে ফের শুরু হয় দমদম-দক্ষিণেশ্বর মেট্রো চলাচল।
মেট্রো সূত্রের খবর, দমদম-নোয়াপাড়ার মধ্যে সিগন্যালিং-এর সমস্যার কারণে এই ভোগান্তি হয় যাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেট্রোর ইঞ্জিনিয়াররা। ইঞ্জিনিয়াররা জানান, সিগন্যালিং-এর টাইমিংয়ের গোলমাল দেখা দিয়েছে। তবে দমদম-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল বন্ধ থাকলেও দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ–ডাউন দুই রুটেই মেট্রো চলাচল স্বাভাবিক ছিল। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। যানজট বাড়ে মেট্রো স্টেশনে।
উল্লেখ্য, চলতি বছরেই শহরে আরও অন্যান্য রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা আছে। আগামী অক্টোবর মাসের মধ্যে খুলে যাবে জোকা তারাতলা মেট্রো। এই বছরেই ট্রায়াল রান হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো।
Comments are closed.