সিনিয়র সিটিজেনদের টিকিটে ছাড় ফিরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র। সূত্রের খবর তবে বেশ কিছু শর্ত রেখে ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করছে কেন্দ্র। এরআগে ট্রেনে সফরকালে সিনিয়র সিটিজেনরা ছাড় পেতেন। কিন্তু করোনার সময়ে সেই ছাড় তুলে নিয়েছিল রেল। এরপর রেলের ওপর চাপ বাড়ছিল সেই ছাড় ফিরিয়ে আনার জন্য। এবার সেই ছাড় ফিরিয়ে দেওয়া জন্য চিন্তা শুরু করেছে রেল।
সিনিয়র সিটিজেনদের ট্রেন সফরে ছাড় দিলেও শুধুমাত্র জেনারেল ও স্লিপার ক্লাসের জন্য এই ছাড় দেওয়া হবে। এসিতে সফর করতে চাওয়া কোনও যাত্রী এই ছাড় পাবেন না। এতদিন রেলের নিয়ম ছিল মহিলাদের ক্ষেত্রে ৫৮ আর পুরুষদের ক্ষেত্রে ৬০ বছর হলে সিনিয়র সিটিজেন হিসেবে ছাড় পাওয়া যেত। কিন্তু এবার নারী পুরুষ উভয় ক্ষেত্রে বয়সের সীমা হতে পারে ৭০। করোনা কালে ২০২০ সালের মার্চ মাস থেকে কেন্দ্র সরকার প্রবীণ নাগরিকদের ট্রেন সফরে ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছিল। তবে এখন রেলের শর্ত সাপেক্ষে ছাড় দেওয়ার পর এসিতে সিনিয়র সিটিজেনদের সফরে অনীহা দেখা দেবে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে রেলের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
Comments are closed.