বিকল বর্ধমান-রামপুরহাট লোকাল ট্রেন, হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেসে যাত্রীদের রামপুরহাট পাঠানোর সিদ্ধান্ত
মাঝপথে আটকে রয়েছে বর্ধমান রামপুরহাট লোকাল ট্রেন। বিকল হয়ে বোলপুর স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকে এই লোকাল ট্রেনটি। রামপুরহাটগামী যাত্রীরা চরম সমস্যায় পড়েন। ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস বোলপুর থেকে রামপুরহাট অবধি প্রতিটি স্টেশনে থামবে। এই লোকাল ট্রেনের সকল যাত্রীরা হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে রওনা দেন।
উল্লেখ্য, শুক্রবার স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সকাল থেকে বন্ধ হয়ে যায় ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল। সকাল ৯ টার সময় ব্যস্ত অফিস টাইমে ব্যান্ডেল কাটোয়া শাখার সোমরা বাজার ও বেহুলা স্টেশনের মাঝামাঝি একটি জায়গায় ওই স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরফলে ব্যান্ডেল কাটোয়া শাখার আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। একটি স্পেশাল ট্রেন রেলের অফিসারদের নিয়ে জঙ্গিপুর যাচ্ছিল। সেটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
Comments are closed.