প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এদিন একটি টুইট করেন মোদী। সেখানে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তিনি। লেখেন, শ্রদ্ধেয় অটলজির মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। ভারতের উন্নতিতে অটলজির দেখানো পথে চলার চেষ্টা করি। তিনি ভারতকে ভারতকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলির জন্য তৈরি করেছিলেন।
Today, on the Punya Tithi of respected Atal Ji, visited Sadaiv Atal and paid tributes to him. We remain inspired by Atal Ji’s efforts to serve India. He made pioneering efforts to transform India and prepare our nation for the challenges of the 21st century. pic.twitter.com/L3UyXfFnyf
— Narendra Modi (@narendramodi) August 16, 2022
এদিন তাঁর সমাধিস্থলে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের দশম প্রধানমন্ত্রী। তিনি ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি বিজেপির একজন নেতা হিসেবে পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একজন কবি এবং লেখক হিসেবেও বিখ্যাত ছিলেন তিনি।
Comments are closed.