জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাসে ছিলেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের ৩৯ জন। বাসটি চন্দনওয়ারি এবং পাহলগামের মধ্যে গভীর খাদে পড়ে যায়। মৃত্যু হয় কমপক্ষে ৬ জন আইটিবিপি জওয়ানের ও ১ জন পুলিশ কর্মীর। মঙ্গলবার বাসটি অমরনাথ যাত্রা ডিউটি থেকে ফিরে আসা ৩৯ জন আইটিবিপি-দের নিয়ে পহেললগামের চন্দনওয়ারি থেকে শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমের দিকে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য শ্রীনগরের আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনন্তনাগের জেলা প্রশাসক, পীযূষ সিংলা জানিয়েছেন, মেডিকেল টিমগুলি সতর্কতার সঙ্গে কাজ করছে। ১৯ টি অ্যাম্বুলেন্স আগেই ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দুর্ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, শোকাহত পরিবারের জন্য মর্মাহত। আহতরা দ্রুত সেরে উঠুক।
Anguished to learn about the accident of a bus carrying ITBP and police personnel in Pahalgam, J&K. My prayers and thoughts are with the bereaved families. The injured were rushed to the hospital. May they recover at the earliest.
— Amit Shah (@AmitShah) August 16, 2022
শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইটারে তিনি লিখেছেন, অনন্তনাগের ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সেরে ওঠার কামনা করছি।
The tragic loss of precious lives of ITBP personnel in the unfortunate accident at Anantnag, J&K fills me with sadness. My heartfelt condolences for the bereaved families. I pray for speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) August 16, 2022
কীভাবে এই দুর্ঘটনায় কবলে পড়ল বাসটি, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা ঘটে। যদিও পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই জানা যাচ্ছে।
Comments are closed.