ক্যানসার সহ আরও ৭০ টি রোগের চিকিৎসা করা যাবে স্বাস্থ্যসাথীতে; স্বাধীনতার ৭৫ বছরে রাজ্যবাসীকে উপহার সরকারের
স্বাস্থ্যসাথী নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য। এবার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসায় আরও সুবিধা পাবেন গ্রাহকরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মারণ রোগ ক্যানসার সহ আরও ৭০ ধরণের রোগের চিকিৎসা করা যাবে। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যবাসীকে বিশেষ উপহার বলে অনেকে তকমা দিচ্ছেন।
অনেকেই ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন। জমি, বাড়িও বিক্রি করতে হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এবার সেই ক্যানসারের চিকিৎসায় বিশেষ সুবিধা মিলবে বলে অনেকে আশা করেছেন। ক্যানসার ছাড়াও আর যে যে রোগের চিকিৎসায় সুবিধা মিলবে সেগুলো হল, রেডিওফ্রিকোয়েন্সি, রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবোলেশন, ইউএসজি গাইডেড পেরিফেরাল নার্ভ ব্লক-সহ প্রভৃতি জরুরি চিকিৎসা পরিষেবা।
রাজ্য সকারের প্রকল্পগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্যসাথী। রাজনৈতিক কারবারিদের একাংশের মতে, একুশের বিধানসভা ভোটে রেকর্ড জয়ের নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলির। এই অবস্থায় প্রকল্পটি সাধারণ মানুষের সুবিধায় আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে রাজ্য পরিকল্পনা করে চলেছে। স্বাস্থ্যসাথীর আওতায় আরও কী কী রোগের চিকিৎসা করা যায়, তা নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছিল নবান্ন। সম্প্রতি সেই টাস্ক ফোর্সের রিপোর্টের ভিত্তিতেই স্বাস্থ্যসাথীতে এই পরিবর্তন আনা হয়েছে।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে রাজ্যের ১০ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে অন্তত ২ হাজার লোক স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা করিয়ে থাকেন।
Comments are closed.