স্বচ্ছ ভাবমূর্তি, পাইলট কার বা লালবাতি নয়, ফাইল এলে তা খতিয়ে দেখতে হবে; মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর 

ক্যাবিনেটের রদবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক বসল বৃহস্পতিবার। আর সেই বৈঠক থেকে মন্ত্রীদের একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এবার থেকে কোনও মন্ত্রী লালবাতি লাগানো গাড়ি, পাইলট কার ব্যবহার করতে পারবেন না। এমনকী কলকাতায় আসার সময়ও কোনও মন্ত্রী পাইলট কার ব্যবহার করতে পারবেন না। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরও নির্দেশ, মন্ত্রীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা, কোনও ফাইল এলে মন্ত্রীদের আগে তা ভালো করে খতিয়ে দেখতে হবে, তারপর সই। 

নবান্ন সূত্রে খবর, মমতা ব্যানার্জি মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, জেলা হোক বা শহর, কোনও মন্ত্রী লালবাতি লাগানো গাড়ি বা পাইলট কার ব্যবহার করছে, এমন খবর পাওয়া গেলে, তা রাজ্যসরকার ভালোভাবে নেবে না। সেই সঙ্গে তিনি এও বলেন, প্রতিমন্ত্রীদের জন্যও আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়া হবে। পূর্ণ মন্ত্রীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন প্রতিমন্ত্রীরাও। 

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জির গ্রেফতারির পর মন্ত্রীসভার একাধিক রদবদল করা হয়। বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তীর মতো একাধিক নতুন মুখকে মন্ত্রিসভায় আনা হয়েছে। মন্ত্রিসভার রদবদলের পর এটাই ছিল প্রথম বৈঠক। আর এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের যে নির্দেশ দিয়েছেন, রাজনৈতিক কারবারিদের মতে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

Comments are closed.