আদালতের একটা অংশ উঠে আসবে নব মহাকরণে; ২৫ আগস্ট হাই কোর্টের হাতে জায়গা তুলে দেবেন মুখ্যমন্ত্রী 

এবার থেকে হাইকোর্টের একটা অংশ বসবে নব মহাকরণ বিল্ডিং-এ। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ আগস্ট এই হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। ওইদিন হাই কোর্ট কর্তৃপক্ষের হাতে নব মহাকরণ ভবনের একটা অংশের দায়িত্ব তুলে দেবেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ছাড়াও কয়েজন বিচারপতির উপস্থিত থাকার কথা ওই অনুষ্ঠানে। 

প্রয়োজন অনুযায়ী হাইকোর্টের জায়গা কম থাকায় ক্রমশই ঘিঞ্জি হয়ে যাচ্ছিল হাই কোর্ট পাড়া। যার ফলে কোর্টের কাজে বিস্তর অসুবিধা হচ্ছিল। এই অবস্থায় হাইকোর্টের কিছু শাখা সরানোর প্রয়োজন ছিল। যার জন্য প্রয়োজন ছিল প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা। যে কারণেই নব মহাকরণের একটি অংশ রাজ্য হাইকোর্টের হাতে তুলে দিচ্ছে। 

জানা গিয়েছে, নব মহাকরণ বিল্ডিং-এর ১ থেকে ৯ তলা পর্যন্ত হাইকোর্টকে দেওয়া হবে। বাকি অংশ রাজ্যের কাছেই থাকবে। হস্তান্তরের কারণে আবাসন, জনস্বাস্থ্য কারিগরি মতো গুরুত্বপূর্ণ দফতরগুলো নিউটাউনে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে শ্রম এবং সমবায়ের মতো দফতরগুলো নব মহাকারণেই থাকবে।  

Comments are closed.