বায়ু দূষণের মোকাবিলায় এবার তৎপর বাংলা। কলকাতা বাসীকে স্বাস্থ্যের দিকে সুরক্ষিত রাখতে নয়া উদ্যোগ নিয়েছে সরকার। বৈঠকে বসতে চলেছেন পরিবেশমন্ত্রী মানস ভুইয়াঁ। মঙ্গলবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকবেন পুরসভায় আধিকারিকরা।
সামনেই উৎসবের মরশুম। তাই বায়ু দূষণ ঠেকাতে এখনই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সম্প্রতি এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে জানা গিয়েছে, বায়ু দূষণে দিল্লির পরেই নাম আছে কলকাতার। রিপোর্টে জানা গিয়েছে, বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকা নাম আছে দিল্লি, কলকাতা, নাইজেরিয়ার কানো, পেরুর লিমা, বাংলাদেশের ঢাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, নাইজেরিয়া লাগোস, পাকিস্তানের করাচি, চীনের বেজিং ও ঘানার আকরা।
কলকাতার নাম উঠে আসার পরেই কলকাতার বায়ু দূষণ রোধে করতে তৎপর রাজ্য সরকার। জানা গিয়েছে, দূষণ প্রতিরোধ করতে কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার, সেইসব বিষয় নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, গড় বার্ষিক দূষণের তালিকায় প্রথমেই নাম আছে দিল্লি ও কলকাতার। বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় নাম আছে মুম্বইয়েরও। একটি আন্তর্জতিক রিপোর্টে জানা গিয়েছে, বায়ু দূষণে সবথেকে বেশি মৃত্যু হয়েছে চীনের বেজিংয়ে। সেখানে ১ লক্ষ বাসিন্দার মধ্যে ১২৪ জন বায়ুদূষণে প্রাণ হারাই সেখানে।
Comments are closed.