শেষ রক্ষা হল না। দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়েও হার মানলেন। মাত্র ৩৫ বছর বয়সেই চলে গেলেন স্বর্ণেন্দু দাস। তরুণ সাংবাদিকের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সংবাদ জগৎ। পরিবারের পাশপাশি স্বর্ণেন্দুকে হারিয়ে শোকের ছায়া তাঁর সহকর্মীদের মধ্যেও। ট্যুইটে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, স্বর্ণেন্দুর মৃত্যুতে আমি মর্মাহত। সংবাদ জগৎ একজন দক্ষ সাংবাদিককে হারাল। তাঁর পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।
স্বর্ণেন্দুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও।
দীর্ঘদিন ধরেই স্বর্ণেন্দুর শরীরে মারণ রোগ বাসা বেঁধেছিল। ক্যানসারকে সঙ্গী করেই বাংলার একাধিক সংবাদমাধ্যমে চুটিয়ে কাজ করেছেন। খবরের সন্ধানে ছুটে বেড়িয়েছেন। কিন্তু গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুম্বাইয়ের টাটা ক্যানসার রিসার্চে ভর্তি করা হয়। সেখানেই বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।পরে মুখ্যমন্ত্রী খবর পেলে স্বর্ণেন্দুর চিকিৎসার দায়িত্ব নেন। এসএসকেএম তাঁর চিকিৎসা শুরু হয়। সম্প্রতি তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক হলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
Comments are closed.