শিশুকন্যার শরীরে সূচ ঢুকিয়ে হত্যা মায়ের! দোষীদের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ড হাইকোর্টের

পুরুলিয়ায় সূচ ঢুকিয়ে শিশুকন্যাকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ড দিল হাইকোর্ট। এই ঘটনায় ২০২১ সালে দোষীদের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল পুরুলিয়ার আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় সাজাপ্রাপ্তরা। বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ডের সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

২০১৭ সালে ৩ বছরের শিশুকন্যার শরীরে সূচ ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এরপর ওই শিশুকন্যার শরীর থেকে ৭ টি সূচ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে সর্দি কাশির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল শিশুটি। চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করতে গিয়ে চমকে উঠেছিলেন। শরীরে একাধিক স্থানে দগদগে ক্ষত দেখতে পান চিকিৎসকরা। এমনকী শিশুর গোপনাঙ্গেও ছিল গভীর ক্ষত। সঙ্গে সঙ্গে হাসপাতালের চিকিৎসকরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং খবর দেওয়া হয় চাইন্ড লাইনে। শিশুটির শরীরে এক্সরে দেখে চমকে ওঠেন তাঁরা। শিশুটির শরীরের ভেতরে ঢুকে রয়েছে সাতটি বড় আকারের সূঁচ। তারপরেই শুরু হয় তদন্ত।

২০২১ সালে পুরুলিয়া আদালত ২১ সেপ্টেম্বর দোষীসাব্যস্থ মা ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দেন পুরুলিয়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ২ জন।

Comments are closed.