মিডিয়া ট্রায়াল করবেন না, সত্যি খবর দেখান, আমার বিরুদ্ধে হলেও দেখান: মমতা 

গণতন্ত্রে মানুষের শেষ আস্থা বিচার ব্যবস্থা। বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুর্বল হলে গণতন্ত্রের বাকি স্তম্ভগুলোও দুর্বল হয়ে পড়বে। বৃহস্পতিবার হাইকোর্টের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে সংবাদমাধ্যমের একাংশের উদ্দেশ্য তিনি বলেন, মিডিয়া ট্রায়াল  করবেন না। সত্যি খবর দেখান। আমার বিরুদ্ধে হলেও তা দেখান। কিছু মনে করব না। 

সম্প্রতি একাধিক ঘটনায় হাইকোর্টের নির্দেশে উত্তাল রাজ্য রাজনীতি। যা নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্নও উঠছে। এই আবহে মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করেছেন। সেই সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতির সামনেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিচারব্যবস্থা নিরেপক্ষ হয়। তা একপাক্ষিক নয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেন, অনেক মামলা জমা রয়েছে। তা যেন দ্রুত নিষ্পত্তি হয়। আরও বেশি করে মহিলা বিচারপতি নিয়োগ হোক। আমাদের রাজ্যে মহিলা বিচারপতির সংখ্যা খুবই কম। আমরা আরও মহিলা বিচারপতি দেখতে চাই। 

উল্লেখ্য হাইকোর্টের জায়গার অভাব থাকায়, দীর্ঘদিন ধরেই কোর্টকে সম্প্রসারণের আলোচনা চলছিল। সে কারণেই রাজ্য সরকার নব মহাকরণ ভবনের একটি অংশ হাই কোর্টকে দিয়েছে। এদিন তারই আনুষ্ঠানিক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.