মেট্রোর জন্য ক্ষতি হয়েছে নিকাশি ব্যবস্থার, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি কলকাতা পুরসভার

মেট্রো রেলের কাছে ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করল কলকাতা পুরসভা। মেট্রোর কাজের জন্য ক্ষতি হয়েছে কলকাতার নিকাশি ব্যবস্থার। তাই ক্ষতিপূরণ বাবদ ৩৩ কোটি টাকা দাবি করেছে কলকাতা পুরসভা।

উল্লেখ্য, কলকাতা পুরসভা এবং মেট্রোরেলের প্রতিনিধিরা বৃহস্পতিবার ডায়মন্ডহারবার রোডের ধারে অর্ডিন্যান্স ডিপো এলাকা পরিদর্শন করেন। এই এলাকায় ইস্ট ওয়েস্ট মেট্রোর জোকা-বিবাদি বাগ রেলের কাজ চলছে। এই এলাকায় নিকাশি ব্যবস্থায় প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এর আগে বুধবার কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে মেট্রো নির্মাণকারী সংস্থা আরভিএনএল-এর আধিকারিকদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে উঠে আসে মেট্রোর কাজের জন্য নিকাশি ব্যবস্থার ক্ষয়ক্ষতির কথা। কথা হয় ক্ষতিগ্রস্থ এলাকাগুলি ঘুরে দেখবে মেট্রো রেল ও পুরসভার আধিকারিকরা। সেইমত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা হয়। নিকাশি ব্যবস্থা মেরামতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেয় মেট্রো। সূত্রের খবর, কলকাতা পুরসভা নিকাশি ব্যবস্থার ক্ষতিপূরণ বাবদ মেট্রোরেলের কাছ থেকে ৩৩ কোটি টাকা দাবি করেছে।

Comments are closed.