এবার কলকাতায় চালু হতে চলেছে হোম স্টে। দূর দূরান্ত থেকে যাঁরা চিকিৎসা করাতে, ঘুরতে বা অন্য কারণে কলকাতায় আসেন তাঁদের জন্য এবার থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে। রাজ্য পর্যটন দফতর ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে চালু হচ্ছে এই হোম স্টে। কলকাতার এক পুর কর্তার কথায়, কলকাতায় অনেক হোটেল, অতিথিশালা থাকলেও অনেকেই এখানে এসে বাড়ির পরিবেশ উপভোগ করতে চান। তাই এই ব্যবস্থা করা হচ্ছে। কলকাতায় আগত অতিথিদের এবার চালু হচ্ছে হোম স্টে।
এই হোম স্টে তৈরী হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে মঙ্গলবার পুর ভবনে কলকাতার কাউন্সিলরদের সঙ্গে পুর আধিকারিকদের একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে। বৈঠক থেকে ১৪৪ জন কাউন্সিলরদের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্য পর্্যটন দফতরের আধিকারিকরা। কারণ এই হোম স্টে তৈরীতে পুরসভা কাজে লাগাবে কাউন্সিলরদের। হোম স্টে চালু করতে গেলে কী করতে হবে। এই বিষয়ে পুরসভা সূত্রে জানা গিয়েছে, কেউ বাড়ি বা ফ্ল্যাটে হোম স্টে চালু করতে চাইলে পুরসভার সঙ্গে যোগাযোগ করবে। পুরসভা সেই বাড়ি বা ফ্ল্যাটগুলিকে চিহ্নিত করে নথিভুক্ত করবে। হোম-স্টে চালু হলে ঠিকানা ও যাবতীয় তথ্য পুরসভা ও পর্যটন দফতরের ওয়েবসাইটে দেওয়া হবে। থাকবে যোগাযোগের নম্বরও।
উল্লেখ্য, এর আগেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শহরে হোম স্টে চালু করতে উদ্যোগ নিয়েছিলেন। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে হোম স্টে নিয়ে আলোচনা হয়।
Comments are closed.