গরুপাচার মামলায় ফের বোলপুরে অভিযান সিবিআইয়ের। বুধবার সকাল থেকেই বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারী সংস্থা। এদিন সাত সাকলেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কাউন্সিলর বিশ্বজ্যোতি ব্যানার্জির বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারিরা। প্রায় দু’ঘন্টা তল্লাশির পর তৃণমূল কাউন্সিলরকে সিবিআই আটক করে। আয়-ব্যয়ের নথি জানার জন্য কনস্যাল্টেন্টার অফিসে নিয়ে যাওয়া হয় আটক কাউন্সিলরকে। সেখান থেকে ফের তাঁকে বাড়িতে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।
বোলপুরে অনুব্রতর একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান শুরু সিবিআই। এদিন ফের একবার অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির বাড়িতেও সিবিআই অভিযান শুরু করেছে। এখনও সেখানে তল্লাশি অভিযান চলছে বলে খবর। এর আগেও মনীশ কোঠারিকে বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী অফিসে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। সিবিআইয় সূত্রের দাবি, অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছে তারা। সেই সংক্রান্ত তদন্তের কারণেই এদিনের অভিযান।
উল্লেখ, গরু পাচার মামলায় আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি তাঁকে এবং সায়গল হোসেনকে তদন্তকারীরা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বোলপুরে ফের সিবিআই অভিযান ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে।
Comments are closed.