‘দুর্গাপুজো আবেগ যা সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে সকলকে একত্রিত করে’, টুইট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শহরে বর্ণাঢ্য মিছিলের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত হবে মিছিল। রঙিন রূপে সেজে উঠেছে রেড রোড। আর এদিন সকালেই একটি টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইটে লেখেন, দুর্গাপুজো একটি আবেগ যা সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে আমাদের একত্রিত করে। এটি আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পকে একত্রিত করে।

তিনি টুইটের মাধ্যমে ফের ধন্যবাদ জানান ইউনেস্কোকে। দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোর সদস্য এবং পুজোর সঙ্গে জড়িত সকলঅকে সম্মান জানান তিনি।

উল্লেখ্য, শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে রঙিন শোভাযাত্রার শেষ হবে রেড রোডে। শোভাযাত্রার জেরে বৃহস্পতিবার শহরে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণের পাশাপাশি একাধিক রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত।

Comments are closed.