পুজোর ছুটিতে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লম্বা ছুটির ঘোষ্আণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী। এবার পুজো স্পেশাল ৯ জোড়া ট্রেন কলকাতা-শিলিগুড়ির মধ্যে চলবে। এরফলে আরও খুশি ভ্রমণ পিপাসুরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে বলা হয়েছে, ইস্টার্ন রেলের সঙ্গে আলোচনা চলছে। কবে, কীভাবে ট্রেনগুলি চলবে কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। গোটা উৎসবের মরশুম জুড়ে ট্রেনগুলি চালানো হবে। কালীপুজোর পরেও চলবে ট্রেনগুলি বলেই জানা গিয়েছে। রেলের ওয়েবসাইটে নজর রাখলেই জানা যাবে এই ট্রেনের বুকিং সম্পর্কে নানান তথ্য।
উত্তর-পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই সময় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একটি ট্রেনেও টিকিট পাওয়া যাচ্ছে না। কিন্তু পুজোর ছুটিতে সবাই উত্তরবঙ্গ ভ্রমণে যেতে চাইছেন। তাই ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। মহালয়ার পর থেকেই চলবে ট্রেনগুলি। শিলিগুড়ি থেকে কলকাতার মধ্যে চলবে। কয়েকটি ট্রেন ডুয়ার্স হয়ে আলিপুরদুয়ার এবং নিউ কোচবিহার থেকে হলদিবাড়ি রুটে চলবে।
অন্যদিকে পূর্ব রেলের পক্ষ থেকে পুজোয় ২ টো বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। একটা চলবে শিয়ালদহ-গোরক্ষপুর-শিয়ালদহ পর্যন্ত। অন্যটি চলবে হাওড়া-রক্সৌল-হাওড়ার মধ্যে।
Comments are closed.