রাজ্যে ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। একদিনে আক্রান্ত হচ্ছেন প্রায় ৩০০ জন। সবথেকে চিন্তার বিষয় আক্রান্ত হচ্ছে বহু শিশুও। বেশি ডেঙ্গি আক্রান্ত হচ্ছে উত্তর ২৪ পরগনায়। সেখানে একদিনে ডেঙ্গি আক্রান্ত ৬০ জন। অন্যদিকে এরপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। গত সপ্তায় এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে একদিনে আক্রান্ত মোট ২৯২ জন। ২৫১ জন রোগী এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি। ত
প্রতি সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৯৭ থেকে বেড়ে হয়েছে ১,৩৪৩ জন। কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার ৩২ শতাংশ, হাওড়ায় ৩৪ শতাংশ, হুগলীতে ৪৫শতাংশ, আর উত্তর ২৪ পরগনায় ৪০ শতাংশ। গঙ্গার দুপাড়ের বালি, উত্তরপাড়া, রিষড়া, শ্রীরামপুর পুরসভা আর অন্যদিকে কলকাতা, কামারহাটি, পানিহাটি, ব্যারাকপুর পুরসভায় ডেঙ্গি আক্রান্তের বৃদ্ধির হার অনেকটাই বেড়েছে। শুধু কলকাতাই নয়, স্বাস্থ্যদপ্তরের চিন্তার কারণ মোট ১২টি পুরসভা। এই অবস্থায় ব্লাড ব্যাঙ্কগুলিতে প্লেটলেট মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.