পুজো আসতে আর একমাসও বাকি নেই। শুরু হয়ে গিয়েছে পুজোর বাজার। গড়িয়াহাট থেকে ধর্মতলা সন্ধ্যে হলেই তিল ধারণের জায়গা নেই। শনিবার ও রবিবার ভিড় আরও বাড়ছে। সপ্তাহান্তে ভিড় সামাল দিতে চালু হয়েছে বিশেষ মেট্রো। এবার অতিরিক্ত সরকারি বাস চালু হচ্ছে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, মহালয়া পর্যন্ত চলবে এই বাস। বাস পরিষেবা শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর থেকে। প্রতি শনি, রবি ও সরকারি ছুটির দিন চলবে অতিরিক্ত বাস। বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই বাস।
এইসব বাসগুলি শহরে যেসব জায়গায় শপিং এর ভিড় বেশি হয়, সেইসব জায়গার ওপর দিয়ে যাবে। নন এসি এইসব বাস শহরে ৯ টি রুটে চলবে। বাস ভাড়া অন্য বাসের মতনই থাকবে। কিন্তু পুজো শপিং স্পেশাল বাস বোঝা যাবে কীভাবে? জানা গিয়েছে বাসের সামনে লেখা থাকবে পুজো শপিং স্পেশাল।
গড়িয়াহাট-হাওড়া স্টেশন রুটে বাস চলবে। গড়িয়াহাট-পর্ণশ্রী রুটে ও গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা রুটে চলবে বাস। অন্যদিকে এসপ্ল্যানেড-হাওড়া, এসপ্ল্যানেড-ডানলপ রুটে চলবে বাস। এইসব রুটে বাস যাবে সিআর অ্যাভিনিউ, সেন্ট্রাল মেট্রো, গিরিশ পার্ক, বিবেকানন্দ রোড, হাতিবাগানে। শ্যামবাজার-বারাকপুর কোর্ট রুটেও চলবে বাস।
অন্যদিকে পুজোর কেনাকাটায় শহরবাসীকে সুবিধা করে দিতে অতিরিক্ত মেট্রোও চালানো হচ্ছে। ৩ সেপ্টেম্বর থেকে মহালয়া অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেট্রো। আপ-ডাউনে চলছে ২৮২টি মেট্রো। রবিবার চলছে ১৬২টি মেট্রো। দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমানো হয়েছে। করোনা কাটিয়ে এবার পুরো পুজোর মুডে আপামর বাঙালী। তাই বাঙালী যেন পরিবহণ ক্ষেতে কোনও সমস্যায় না পড়েন, তাই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments are closed.