কিছু স্ট্রং নেতাদের গ্রেফতার করে ব্লক স্তরের কর্মীদের ভয় দেখিয়ে লাভ নেই: মমতা ব্যানার্জি

কিছু স্ট্রং নেতাদের গ্রেফতার করে ব্লক স্তরের কর্মীদের ভয় দেখাচ্ছে বিজেপি। কিন্তু এতে কোনও লাভ নেই। আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না। ব্লক স্তরের কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পঞ্চায়েত থেকে রাজ্যস্তরের নেতা ও পদাধিকারীদের নিয়ে কর্মী সম্মেলন করেন মুখ্যমন্ত্রী।

সেখানে মুখ্যমন্ত্রী বলেন, দলের কর্মীরা আমাদের সম্পদ। বিজেপি ইডি, সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন ঘাস কাটলে যেমন বাড়ে। তৃণমূলও ঠিক তেমন। যত দমিয়ে রাখার চেষ্টা করবেন, তত বেড়ে উঠবে। তিনি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বলেন, ভোট এলেই কেষ্টকে নজরবন্দী করে রাখা হয়। ওর শরীর ভালো নয়। মমতা বীরভূম জেলার নেতা ও ব্লক কর্মীদের উদ্দেশ্যে বলেন, বীরের সম্মানে কেষ্টকে জেল থেকে ফিরিয়ে আনতে হবে। যতদিন কেষ্ট ফিরে না ফিরে আসছে, লড়াই আরও বাড়বে। মনে রাখবেন বীরভূম জেলা হারতে শেখেনি, ওটা লালা মাটির জায়গা। দলীয় কর্মীদের তিনি বলেন, এখন একটাই স্লোগান হবে, বিজেপির এজন্সি চাই না, চাকরি চাই। গোটা দেশে কর্মসংস্থান কমলেও বাংলায় কর্মসংস্থান বেড়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, কাজ করতে গেলে ভুল হয়।  ১ জন ২জন খারাপ কাজ করলে পুরো দল খারাপ হয়ে যায়না। তৃণমূলের নেতাদের বাড়ির লোকরা দোকানে গেলেও পরে জিজ্ঞেসা করা হয়, কী কী কিনলো।

পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, সব টাকা বিদেশে গিয়েছে। সব বিক্রি করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসেছেন। মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক শেখ হাসিনার। কিন্তু আমাকে একবারও আমন্ত্রণ জানানো হলনা। এত রাগ কিসের আমার প্রতি। আমাকে বিদেশ থেকে আমন্ত্রণ পাঠানো হলেও যেতে দেওয়া হয়না।

Comments are closed.