ইতিমধ্যেই রাজ্যের ৩৫ হাজার পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেয়েছেন। নভেম্বরের মধ্যেই সেই সংখ্যাটি ৫০ হাজারে নিয়ে যেতে চায় নবান্ন। সে কারণে আরও ১৫ হাজার স্টুডেন্টকে নভেম্বর মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্য সরকার। শুক্রবারই প্রথম সারির ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে এমনটাই খবর।
ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে অন্যান্য নানান বিষয়ে আলোচনা হলেও মুখ্য বিষয় ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত। জানা গিয়েছে, শুধু নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়াই নয়, সেই সঙ্গে বকেয়া আবেদনগুলোও যাতে ব্যাঙ্কের তরফে দ্রুত নিষ্পত্তি করা হয়, সে সম্পর্কেও প্রতিনিধিদের পরামর্শ দেওয়া হয়েছে। পাশপাশি অসংখ্য আবেদন নানান কারণে মাঝ পথেই আটকে গিয়েছে। সে সমস্যারও দ্রুত সমাধানের জন্য ব্যাঙ্কগুলোকে বিশেষ কমিটি গড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চলতি মাস থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পঠন পাঠন শুরু হয়ে যাচ্ছে। তাই উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়ুয়ারা যাতে দ্রুত ঋণ পায়, তাই এই পদক্ষেপ বলে নবান্নের অনেকে দাবি করেছেন।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তৃতীয় বারের জন্য তাঁর সরকার ক্ষমতায় এলে পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করবেন। যাতে একজন পড়ুয়া তাঁর উচ্চশিক্ষার জন্য সর্বাধিক ১০ লক্ষ্য টাকা পর্যন্ত লোন নিতে পারবে। ক্ষমতায় ফিরেই এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পের মতো স্টুডেন্ট ক্রেডিট কার্ডও একাধিক মহলে প্রশংসিত হয়েছে।
Comments are closed.