শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, তাঁর ইচ্ছে পড়ুয়াদের সিলেবাসে ‘নৈতিক চরিত্র গঠন’ নিয়েও বিষয় থাকুক। ঘোষণার কয়েক দিনের মাথায় তোড়জোড় শুরু করল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, ইতিমধ্যেই এ নিয়ে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন। সেই মতো আমরাও আলোচনা করে দেখছি। ‘নৈতিক চরিত্র গঠন’ এ নিয়ে আলাদা করে কোনও বই নাকি পৃথক কোনও চ্যাপ্টার তৈরি করা যায় তা নিয়ে আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি।
দুর্নীতি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। শাসক বিরোধী তরজা তুঙ্গে। এই আবহে মুখ্যমন্ত্রী কড়া অবস্থানের কথা যেমন জানিয়েছেন। একই ভাবে ব্যক্তি সাধারণের নৈতিক চরিত্রের অবক্ষয় নিয়েও একাধিকবার বলেছিলেন। ওই প্রসঙ্গেই শিক্ষক দিবসের মঞ্চে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পড়ুয়াদের পঠন পাঠনের মাধ্যমে নৈতিক চরিত্রের পাঠ দেওয়াও খুব জরুরি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রথমিক পর্ষদের তরফে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও এ নিয়ে কিছু করা যায় কিনা তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে সংশ্লিষ্ট মহল।
Comments are closed.