বিজেপির নবান্ন অভিযান নিয়ে উত্তাল কলকাতা, হাওড়া। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। এবার নবান্ন অভিযান নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে তিনি জেলা সফরে পূর্ব মেদিনীপুরে রয়েছেন। সেখানে এক দলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সঙ্গে সাধারণ মানুষ নেই। ওদের গুরুত্ব দেওয়ার কিছু নেই। তৃণমূল নেত্রীর খোঁচা, বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে।
এদিন নবান্ন অভিযানকে ঘিরে পূর্ব মেদিনীপুরের তমলুকে ধুন্দুমার পরিস্থিতির তৈরি হয়। মিছিলে বাধা পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন পদ্ম শিবিরের কর্মী সমর্থকেরা। সেই সময় সেখানে পৌঁছে যায় রঘুরামপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান তারকা জানা। এদিন তাঁকে দেখে তেড়ে যায় বিজেপি কর্মীরা। বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রধানকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এদিন সেই ঘটনায়, মুখ্যমন্ত্রী সৌমেন মহাপাত্রকে বলেন, আহত তারক জানার বাড়িতে যেতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে তারক জানাকে দেখতে গিয়েছেন তিনি।
এদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার সারাদিন হাওড়া ও কলকাতার এক অংশ কার্যত উত্তাল হয়ে থাকল। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, এমজি রোড চত্বরে দফায় দফায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে দেখে ব্যাপক ইট ছোঁড়ে বিজেপি কর্মীরা এমনটা অভিযোগ। পাল্টা মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে টিয়ার গ্যাস, জল কামান ব্যবহার করা হয়। সব মিলিয়ে প্রায় দেড় থেকে দু’ঘন্টার নবান্ন অভিযানে কার্যত বেনজির পরিস্থিতির সৃষ্টি হল গঙ্গার দুই পাড়ে।
Comments are closed.