পুজোর গানে মমতা; মহালয়ায় প্রকাশ পাচ্ছে তৃণমূলের নতুন অ্যালবাম

তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীত্বের মতো গুরু দায়িত্ব সামলেও নানান ভূমিকায় দেখা যায় তৃণমূল নেত্রীকে। কখনও তিনি ছবি আঁকেন, কখনও লেখেন কবিতা। নিজের রাজনৈতিক জীবনের ওঠাপড়া নিয়েও বহু বই লিখেছেন। সেই সঙ্গে গানও বিশেষ প্রিয় তৃণমূল সুপ্রিমোর। অনুষ্ঠানে, সভামঞ্চে মাঝে মাঝেই দেখা যায় গানের সঙ্গে তিনি লিপ মেলাচ্ছেন। বেশ কয়েকটি গান লিখেছেনও। গত বারের পুজোর অ্যালবামে মুখ্যমন্ত্রীর গলায় দু’কলি শোনাও গিয়েছিল। তবে এবার তৃণমূলের পুজোর অ্যালবামে চমক দিয়েছেন মমতা ব্যানার্জি। শোনা যাচ্ছে, এবারে দু কলি নয়, একটা গোটা গান গেয়েছেন তিনি। যা ‘উৎসবের গান’ অ্যালবামটিতে থাকছে।

তৃণমূল সূত্রে খবর, মহালয়ার দিন নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশিত হবে। সঙ্গে প্রকাশিত হবে ‘উৎসবের গান’ অ্যালবাম। জানা যাচ্ছে, ওই অ্যালবামেই মুখ্যমন্ত্রীর গাওয়া একটি সম্পূর্ন গান থাকবে। তবে কোন গানটি তিনি গিয়েছেন তা নিয়ে রহস্য রেখেছে ঘাসফুল শিবির। জানা যাবে একমাত্র মহালয়ার দিন। 

অ্যালবামের একাধিক গান লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরও দিয়েছেন বেশ কয়েকটিতে। জানা গিয়েছে এবারের অ্যালবামের মূল বিষয় নারী শক্তি। এছাড়াও গানে গানে থাকবে রাজ্যের উন্নয়নের বার্তাও। মুখ্যমন্ত্রী ছাড়াও অ্যালবামে গান গেয়েছেন জিৎ গাঙ্গুলি, বাবুল সুপ্রিয়, মনোময়, অদিতি মুন্সি, ইন্দ্রনীল প্রমুখ। রবিবার মুখ্যমন্ত্রী নিজে অ্যালবামটির প্রকাশ করবেন। 

Comments are closed.