রাজনৈতিক স্বার্থে দেশের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে; আলিপুর জেল মিউজিয়ামের উদ্বোধনে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর
বুধবার আলিপুর জেল মিউজিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে ১৫ আগস্ট গিয়ে মিউজিয়াম তৈরির কাজ পরিদর্শন করে এসেছিলেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন জেল মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন বক্তব্য রাখতে উঠে কারোর নাম না করেই মুখ্যমন্ত্রীর দাবি, রাজনৈতিক স্বার্থে দেশের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। সব কিছু নতুন করে ভাবানো হচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রী জানান, নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে শুরু দেশের স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত সামগ্রী মিউজিয়ামে রাখা হচ্ছে। বিপ্লবীরা যে জেল কুঠিরগুলোতে ছিলেন সেগুলোকেও বিশেষ ভাবে প্রস্তুত করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি মিউজিয়ামের ভেতরেও অত্যাধুনিক ক্যাফেটেরিয়া, রেস্তরাঁ তৈরি করা হয়েছে। এদিন স্বাধীনতা সাংগ্রামীদের শ্রদ্ধা জানানোর পাশপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্য, বাংলা না থাকলে নবজাগরণ হত না। দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলার।
Comments are closed.