“বাঙালি ব্যবসা করতে পারে না”, এই ধারণাকে ভেঙে দিয়ে নতুন ভাবনায় এগিয়ে চলেছে বাংলা ধারাবাহিক “মিঠাই”, “গাঁটছড়া”! খুব ভালো বলছেন নেটিজেনরা
“বাঙালি ব্যবসা করতে পারে না”, এই ধারণা সিংহভাগ বাঙালির মনেই আছে। ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষও মনে করেন যে বাঙালি ব্যবসা বিরুপ্। কিন্তু সাম্প্রতিককালে এই ধারণা অনেকটাই ভেঙে দিতে সক্ষম হয়েছে বাংলা ধারাবাহিকগুলি। বাংলা ধারাবাহিক নিয়ে সমাজে দুটি অংশ দেখা যায়। একপক্ষ ধারাবাহিকের পক্ষে, অন্য পক্ষ আবার ধারাবাহিক গুলিকে অতি অবাস্তব বলে আখ্যা দিয়ে থাকেন। কিন্তু এসবের মধ্যেই কিছু জিনিস আছে যা বাংলা ধারাবাহিক গুলি সবার মনেই একটি ইতিবাচক দিক ফুটিয়ে তুলেছে।
বাংলায় যে মেগা সিরিয়াল গুলি সম্প্রচারিত হয় সেগুলির গল্প অনেক সময় যৌথ পরিবারকে কেন্দ্র করে। বর্তমান সমাজ অবক্ষয়ের যুগে এই ধরনের যৌথ পরিবারের গল্প নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক তুলে ধরে দর্শকের মনে। তাছাড়াও অনেক মেগা সিরিয়ালে দেখা যায় গল্পটি ব্যবসায়িক পরিবারকে কেন্দ্র করে। এর মাধ্যমে অনেক দর্শক ব্যবসার দিকে উৎসাহিত হন বলে মনে করছেন সমাজের কিছু অংশ।
মিঠাই ধারাবাহিকে আমরা যেমন দেখতে পাই গল্পের আলোচিত পরিবারটি যুক্ত মিষ্টি ব্যবসার সাথে। আবার গাঁটছড়া সিরিয়ালে দেখা যায় গল্পের নায়কের পরিবার গয়নার ব্যবসায় যুক্ত। এইরকম ভাবে বাংলার বেশ কিছু সিরিয়ালে ব্যবসা কেন্দ্রিক পরিবারের ছবি ফুটিয়ে তোলা হয়।
প্রাচীনকাল থেকেই বাঙালি শিল্প ,সংস্কৃতি ও পড়াশোনায় দেশের মধ্যে অন্যতম এক উজ্জ্বল স্থানে রয়েছে। কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে বাঙালিরা অনেক অংশেই পিছিয়ে পড়েন। দর্শকদের একটা বড় অংশ মনে করেন যে টেলিভিশনের পর্দায় ব্যবসা কেন্দ্রিক গল্প অনেক বাঙালিকেই ভবিষ্যতে উপযুক্ত ব্যবসায়ী হিসাবে গড়ে তুলতে উৎসাহ প্রদান করবে।
Comments are closed.