‘এত খারাপ অভিনয়, অ্যাক্টিং স্কুল চালান কীভাবে?’, দর্শকদের সমালোচনার মুখে “শিববেশী” সম্রাট, অভিনয় শেখান কি করে? প্রশ্ন দর্শকদের
সময়ের সাথে তাল মিলিয়ে রীতিমতো থিম করে পুজো করা এখন একটা রীতি হয়ে গেছে। প্রত্যেকটি পুজো কমিটি সবার থেকে আলাদাভাবে নিজেদেরকে তুলে ধরার জন্য নানারকম পন্থার আশ্রয় নেয়। ঠিক এইরকমই বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষও আজকাল মহালয়ার অনুষ্ঠানের উপরও পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছেন।
সম্পূর্ণ আধুনিকভাবে টেকনোলজির সাহায্যে নতুন ভাবে তারা উপস্থাপনা করছেন মহিষাসুরমর্দিনি। এই বছর তেমনি একটি অনুষ্ঠানের আয়োজন করে কালার্স বাংলা। যেখানে মহালয়ের অনুষ্ঠানে ভগবান শিবের চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতা সম্রাট মুখার্জীকে।
শিবের অভিনয় দেখে রীতিমতো ক্ষিপ্ত দর্শকরা। তাদের রোষানলে পড়লেন অভিনেতা সম্রাট। অনেকেই প্রশ্ন তুললেন এত খারাপ অভিনয় নিয়ে কিভাবে অভিনয় শেখান অন্যদের! অনেকেই হয়তো জানেন শহর কলকাতায় সম্রাট মুখোপাধ্যায় পরিচালিত একটি অ্যাক্টিং স্কুল আছে। পশ্চিমবঙ্গ তো বটেই , আশেপাশের অনেক রাজ্যের ছেলেমেয়েরা এই স্কুলে আসে অভিনয় শেখার জন্য। নেটিজেনদের প্রশ্ন যে মাস্টার নিজেই এত খারাপ অভিনয় করেন সে কিভাবে অন্য ছাত্রছাত্রীদের অভিনয় শেখাবেন!
দর্শকদের অভিযোগ, পুরানে মহাদেব শিবের যে ধরনের বর্ণনা পাওয়া গেছে তার সাথে সম্রাটের কোন মিল নেই। কালার্স বাংলার এই অনুষ্ঠানে দেখা যায় মহাদেব আবার কখনো কখনো কেঁদে উঠছেন। অনেকেরই প্রশ্ন স্বয়ং মহাদেব যে এত দুর্বল মনের তা আপনারা কোথায় জানতে পারলেন?একসাথে দর্শকদের অভিযোগ মহাদেববেশী সম্রাটের নৃত্য পরিবেশনাও অতিব খারাপ। শিবের নৃত্য দেখে এখন হেসে লুটোপুটি খাচ্ছেন অনেকে ।কালার্স বাংলায় মহালয়ার দিন সম্প্রচারিত এই অনুষ্ঠানকে ঘিরে এখন রীতিমত আলোচনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়।
Comments are closed.