“হট চকোলেট দিয়ে নায়িকার পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করছে নায়ক” – হরগৌরী পাইস হোটেলের নতুন প্রোমো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি বাংলা বিনোদন জগত থেকে সরে যেতে হয়েছে একগুচ্ছ বাংলা ধারাবাহিককে। বিশাল ফ্যান বেস থাকার পরেও টিআরপি লিস্টে ভালো ফলাফল করতে না পারায় বন্ধ হয়ে যেতে হয়েছে বহু ধারাবাহিককে। আবার এমনও হয়েছে যে টিআরপি রেটিং কম কিন্তু স্লট লিডিং করছে সেই ধারাবাহিককে জায়গাতেই রেখে দেওয়া হয়েছে। স্লট লিডিং করতে না পারলেও চ্যানেল থেকে বের করে দেওয়া হয় ধারাবাহিককে। সে জন্যই শুরু হয় নতুন নতুন সমস্ত ধারাবাহিক। তেমনি একটি নতুন ধারাবাহিক হলো “হরগৌরী পাইস হোটেল”।

টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তের প্রোডাকশন হাউজ থেকেই এসেছে এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের গল্প নিয়ে এখনই মানুষের মনে বেশ কিছুটা বিতশ্রদ্ধতা তৈরি হয়েছে। কারণ সেই একই রকম ধারাবাহিকের গল্প দেখানো হচ্ছে এই ধারাবাহীকেও। সকলে ভেবেছিল যিশু সেনগুপ্ত যেহেতু অনেক পুরনো একজন অভিনেতা এবং তার অভিনয় জগতের সম্পর্কে এবং বর্তমান দর্শকমহল সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে তাই তিনি হয়তো এমন কোন ধারাবাহিক আনবেন যে এখনকার দর্শকের একটু অন্যরকম মনে হবে। কিন্তু ঠিক তেমনটা হয়নি। এই ধারাবাহিক ও সেই একই রকম গল্প হওয়ায় কিছুটা হলেও বিরক্তি প্রকাশ করেছিলেন দর্শক।

এই বিষয়টি বোঝা গিয়েছিল শংকর আর ঐশানীর বিয়ের প্রমো যখন দেওয়া হয়েছিল তখনই। অন্যান্য ধারাবাহিকের মত এই ধারাবাহিকটিও শুরু হতে না হতেই নায়ক-নায়িকার বিয়ে হয়ে গেল। এই বিষয়টি মোটেই পছন্দ করেনি দর্শক মহল। কিন্তু তারপর শংকর আর ঐশানী বিয়ের পর্ব দেখানো হয়ে গেছে ইতিমধ্যেই। আবার ইতিমধ্যেই চলে এসছে নতুন একটি প্রমো।

সে প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে ঐশানী বলছে, “আমায় তো সম্পূর্ণ মিথ্যা কথা বলেই বিয়ে দেওয়া হয়েছে”। এর পরিপ্রেক্ষিতেই শংকরকে বলতে শোনা যায়, “মিথ্যে দিয়ে দুটো মানুষের নতুন জীবন কখনোই শুরু হতে পারে না। অগ্নিসাথী করে যে প্রতিজ্ঞা করেছি আমি তার থেকে এতটুকুও নড়বো না। এই দুদিনে আপনার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। আশা করি আপনার এই প্রিয় হট চকলেট খেলে একটু হলেও ভালো লাগবে”। আর তারপরেই দেখানো হয় শংকর ঘর থেকে বেরিয়ে গেলে ঐশানী নেই সব চকলেটের গ্লাস নিজের হাতে তুলে নেয়। অন্যদিকে শংকরকে বলতে দেখা যায়, “আপনার ভালো লাগা খারাপ লাগা কিছুই জানিনা আমি। তবুও আপনাকে চেনার জানার একটা চেষ্টা করলাম”। এই প্রমো দেখি স্পষ্ট যে তাদের নতুন জীবন শুরু হবে এমনই পর্ব দেখানো হবে এই ধারাবাহীকে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Comments are closed.