পুজোয় রেকর্ড সংখ্যক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভারতে মিতালি এক্সপ্রেস, উত্তরবঙ্গে যাওয়ার হিড়িক বাংলাদেশীদের

মহাপঞ্চমীতেই রেকর্ড সংখ্যক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এল মিতালি এক্সপ্রেস। হলদিবাড়ি সীমান্ত হয়ে শিলিগুড়িতে পৌঁছালো ট্রেন। মোট ৩৯৭ জন যাত্রী নিয়ে ট্রেন ভারতে প্রবেশ করে। বাংলাদেশ রেল মন্ত্রক সূত্রের খবর, শুক্রবার ঢাকা থেকে যাত্রা করার জন্য ট্রেনে ৪০৭ জন যাত্রী বুকিং করেছিলেন। কিন্তু ৩৯৭ জন ভারতে আসেন। এদিন ২ ঘন্টা দেরিতেই হলদিবাড়িতে আসে মিতালি এক্সপ্রেস। সেখান থেকে নিউ জলপাইগুড়ি যায় ট্রেন।

এই ট্রেনে ভারত সফরে আসেন সপরিবারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এম মাসুদ হাসান। শিলিগুড়ি, দার্জিলিং ও সিকিম ঘুরে দেখার ইচ্ছা রয়েছে তাঁর বলে জানা গিয়েছে। দুরগাপুজো উপলক্ষ্যে বাংলাদেশে ৭ দিনের সরকারি ছুটি রয়েছে। আর সেই ছুটি কাটাতে অনেকে ভারতে আসছেন। তাঁরা বেছে নিয়েছেন শিলিগুড়ি, দার্জিলিংয়ের মতন উত্তরবঙ্গের মতন বেশকিছু জায়গা।

করোনার কারণে বন্ধ ছিল মিতালি এক্সপ্রেস। এরপর জুলাই মাসে ঈদের সময় ২৬৬ জন যাত্রী নিয়ে চালু হয় এই ট্রেন। সপ্তাহে দুদিন করে চলে এই ট্রেন। রবিবার ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এই ট্রেন। অন্যদিকে সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে চলাচল করে ট্রেন।

Comments are closed.