মেট্রো স্টেশনে হারিয়ে গিয়েছিল মেয়ে। মেট্রো কর্মীদের তৎপরতায় হারানো মেয়েকে খুঁজে পেলেন বাবা মা। ঘটনা শুক্রবারের। ১০ বছরের মেয়েকে নিয়ে মেট্রোতে উঠেছিলেন বাবা মা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পর বাবা মা দেখতে পান নামতে পারেনি তাঁদের ফুটফুটে ১০ বছরের মেয়ে।
অন্যদিকে স্টেশনের মধ্যে মেয়ে হন্যে হয়ে খুজে বেড়াচ্ছে বাবা মাকে। বাবা মা যোগাযোগ করেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সুপারইনটেন্ডেন্টের সঙ্গে। সব মেট্রো স্টেশনে চলে যায় এই খবর। শেষে কবি সুভাষ মেট্রো স্টেশনে খুঁজে পাওয়া যায় মেয়েটিকে। মেট্রোর আরপিএফ কর্মীর মেয়েটিকে খুঁজে স্টেশন মাস্টারের রুমে নিয়ে আসেন। মেয়েটি নিজের বাবা মাকে হারিয়ে ফেলার কথা বলে। হারিয়ে যাওয়া বাবা মায়ের নামের সঙ্গে মিলে যায় ওই দম্পতির নাম ও পরিচয়। মেয়েটি বাবার ফোন নম্বর দেয়। তার বাবাকে ফোন করে ডাকা হয় কবি সুভাষ মেট্রো স্টেশনে। স্টেশন মাস্টারের কাছে এসে নিজের মেয়েকে দেখতে পেয়ে কেঁদে ফেলেন বাবা মা। তাঁরা ধন্যবাদ জানান মেট্রো কর্মীদের।
Comments are closed.