‘তাঁর মৃত্যুতে দেশের রাজনীতির ক্ষতি হল’, মুলায়ম সিংহ যাদবের প্রয়ানে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
মুলায়ম সিংহ যাদবের প্রয়ানে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। এদিন টুইটে মমতা ব্যানার্জি লেখেন, দেশের মহান নেতা ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের প্রয়ানে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া আমাদের দেশের এবং রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। মুলায়ম জি-র পরিবার এবং তাঁর অনুগামীদের প্রতি আমার গভীর সমবেদনা।
I am deeply saddened to learn about the demise of the great national leader & founder of the Samajwadi Party, Shri Mulayam Singh Yadav ji.
His passing is a major loss to our country and our polity.
My deepest condolences to his family and his followers.
— Mamata Banerjee (@MamataOfficial) October 10, 2022
উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিংহ যাদব। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত তিনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ১৯৯২ সালে তিনি প্রতিষ্ঠা করেন সমাজবাদী পার্টির। জীবনের শেষ দিন পর্যন্ত উত্তরপ্রদেশের মৈনপুরীর সাংসদ ছিলেন এই প্রবীণ নেতা। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির কর্মীদের কাছে তাঁর পরিচয় ছিলেন ‘নেতাজি’ নামে। মুলায়ম সিংহ যাদবের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Comments are closed.