সিকিম, কালিম্পং, দার্জিলিংয়ে ধসের আশঙ্কা, উত্তর সিকিমের পারমিট বাতিল

উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ দুর্যোগ। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম সহ উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার রাত থেকেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার বাড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সিকিম, কালিম্পং, দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ধসের সম্ভাবনা রয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে উত্তর সিকিমের পারমিট বাতিল করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছে উত্তর সিকিমের বেশ কিছু জায়গায়। কিছু রাস্তায় ধসও নেমেছে। বন্ধ একাধিক রাস্তা। তাই পারমিট বাতিল করেছে সরকার। বেশকিছু জায়গায় গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙের ধসের আশঙ্কার পর তৎপর হয়েছে পুরসভা।

উল্লেখ্য, চলতি বছরের অগাস্ট মাসে ধসের জেরে সিকিমে গিয়ে আটকে পড়েছিলেন পর্যটকরা। সেই অভিজ্ঞতা থেকে পারমিট বাতিল করেছে সরকার।

Comments are closed.