আর ধর্নায় বসা যাবে না; হাইকোর্টে ধাক্কা টেট চাকরিপ্রার্থীদের  

হাইকোর্টে ধাক্কা খেল ২০১৪ টেট চাকরি প্রার্থীদের আন্দোলন। তাঁদের আর ধর্নার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় সময়সীমা বাড়ানোর অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৪ টেট চাকরিপ্রার্থীদের একাংশ। কিন্তু তাঁদের সেই আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। 

২০১৪ এর টেট পাশ চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ৫০ জন গত মাসে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চায়। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় আন্দোলনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হন। গত ১৬ অক্টোবর হাইকোর্ট চাকরিপ্রার্থীদের ৫ দিনের জন্য ধর্না কর্মসূচির অনুমতি দেয়। সেই সময়সীমা শেষ হচ্ছে ২১ অক্টোবর। ধর্নায় চালিয়ে যাওয়ার জন্য সময়সীমা বাড়ানোর আবেদন করেন চাকরিপ্রার্থীরা। কিন্তু আদালতে এদিন তাঁদের দাবি নাকচ করে দেয়।

প্রসঙ্গত চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সহ শিক্ষা দপ্তরের একাধিক হেভিওয়েট কর্তা গ্রেফতার হয়েছে। এই আবহে টেট চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন কোনও পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার। 

Comments are closed.