আগরতলা-কলকাতা ট্রেনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি ট্রেনের আগরতলা পর্যন্ত সম্প্রসারণ এবং আগরতলা-জিরিবাম-আগরতলা জন শতাব্দী এক্সপ্রেসের খোংসাং পর্যন্ত সম্প্রসারণের সূচনা করেন।
ট্রেনগুলিতে ১৪ টি কামরা থাকবে। আগরতলা- কলকাতা এক্সপ্রেস প্রতি বুধবার আগরতলা থেকে সকালে ছাড়বে। বৃহস্পতিবার সেই ট্রেন কলকাতায় পৌঁছাবে। অন্যদিকে প্রতি রবিবার কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে এই ট্রেন। মঙ্গলবার ওই ট্রেন আগরতলায় পৌঁছাবে।
Tripura | President Droupadi Murmu and CM Manik Saha flag off from Agartala Railway Station the extension of Guwahati-Kolkata-Guwahati train up to Agartala and extension of Agartala-Jiribam-Agartala Jan Shatabdi Express up to Khongsang, Manipur pic.twitter.com/NsOQLJz9eK
— ANI (@ANI) October 13, 2022
বুধবার ত্রিপুরাতে দুদিনের সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার কলকাতা-আগরতলা পর্যন্ত ট্রেনের সম্প্রসারণের সূচনা করেন তিনি।
Comments are closed.