শুক্রবার থেকে শুরু টেট-এর ফর্ম ফিলআপ, আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর 

নিয়োগ নিয়ে হাজার বিতর্ক। নতুন বিজ্ঞপ্তি নিয়েও হাইকোর্টে দু’টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যেই প্রাথমিকে  শিক্ষক নিয়োগের জন্য টেট-এর বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ অর্থাৎ শুক্রবার থেকেই পর্ষদের পোর্টালে গিয়ে ফর্ম ফিলাআপ করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর। আগামী ১১ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। 

শুক্রবার বিকেলে চারটে থেকে www.wbbpe.org পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। নতুন বিজ্ঞপ্তিতে বেশকিছু রদবদল এনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তফসিল জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। সাধারণ আবেদনকারীদের দ্বাদশ স্থরে বা স্নাতকে ৫০% নাম্বার থাকা বাধ্যতামূলক। সেখানে তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণীদের নম্বরের উর্ধসীমা ৪৫% রাখা হয়েছে। 

এছাড়াও বুধবার পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২২ শিক্ষাবর্ষই নয় তার পরেও যারা ডিএলএড, বিএড-এ ভর্তি হয়েছেন, তাঁরাও টেট-এ বসার জন্য আবেদন করতে পারবেন। 

Comments are closed.